ফ্যাসিবাদ রুখে দিতে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই- ময়ুন

রবিবার, মে ৪, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেছেন,ফ্যাসিবাদদের রুখে দিতে হলে ঐক্য বদ্ধ বিএনপি’র কোন বিকল্প নেই। একমাত্র সুদৃঢ় এক্যই সকল যড়যন্ত্র রুখে দিতে পারে। আজকে যেভাবে মৌলভীবাজারে ঐক্য বদ্ধ শ্রমিক দল দেখছি , তেমনিভাবে বিভিন্ন অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। প্রত্যেকটি সংগঠনের সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, আমি এ জেলায় যেখানেই দলীয় কোন কর্মসূচিতে যাই সেখানেই দলের ঐক্যর কথা বলি। সেখানে ইউনিটির কথা বলি। আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন,আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। তাই আমি কোন মিটিং এ গেলে যখন দেখি সেক্রেটারি আছেন প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট আছেন সেক্রেটারি নাই এর মানেই গ্রুপিং। কিন্তু জেলা শ্রমিক দলে আজ যেটা দেখতে পেলাম দীর্ঘ দিনধরে বর্তমান নেতৃত্ব জেলায় শ্রমিক দলকে ঐক্যবদ্ধভাবে আগলে রেখেছেন৷ এবং এখানে কোন গ্রুপিং আমি দেখি নাই। বিএনপির অঙ্গ সংগঠন এই শ্রমিকদল হচ্ছে শ্রমিক বন্ধু সংগঠন।

ময়ূন আরও বলেন,বিএনপি এখনো গনতন্ত্র প্রতিষ্ঠা ভোটাধিকার ও অবাধ নিরেপক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রামে আছে। আমাদের দলের উদ্দেশ্য একটাই সেটা হল নির্বাচন।দেশের জনগণ তার ভোট দিয়ে পছন্দের সরকার গঠন করবে।

ময়ূন বলেন,যারা শ্রমিক তারা যেন মাস শেষেই বেতন টা পান। মালিকরা যেন বেতনটা দিয়ে দেন। অনেক মালিক আছেন বেতন যথাযথ ভাবে দেন না। যখন বেতন কয়েক মাসের আটকে বেড়ে যায়, বকেয়া থাকে তখন তারা রাস্তায় নেমে এসে আন্দোলন সংগ্রাম করে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

তিনি বলেন, মহান মে দিবসে জেলা শ্রমিকদল বিশাল শোভা যাত্রা করেছে, এমনিতেই এ জেলায় শ্রমিক দল সুসংগঠিত আছে সামনে আরও সংঘটিত হতে হবে। আগামীতে আমরা আরও ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যের কোন বিকল্প নেই। তেমনিভাবে বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন আরও ঐক্য বদ্ধ হতে হবে। যেভাবে জেলা শ্রমিকদল ঐক্য বদ্ধ সেভাবে অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব ঐক্য বদ্ধ হতে হবে।

ময়ূন বলেন,আজকে জেলা শ্রমিকদলকে অনুকরণীয় অনুসরনীয় করে বিএনপির প্রত্যেকটি সংগঠনকে চলতে হবে। দুই দিকে বিভক্ত দুই মেরু রেখে নেতৃত্ব চলবে না। আমি নিজেও সকল গ্রুপিংয়ের উর্দ্ধে । আমি দলের আহবায়ক। কোনো অংশের নয়। তারেক রহমানের কঠোর নির্দেশনা আমরা জেলা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবো। এই অঙ্গীকার আজ আবারও পুন:ব্যক্ত করছি।

২ মে (শুক্রবার) বিকেল মৌলভীবাজার পৌরসভা কনফারেন্সে রুমে আয়োজিত শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। এতে বক্তব্য দেন , জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিএম এ মুক্তাদির রাজু,শ্রম আদালতের সদস্য আমিনুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম,সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো.সিরাজ মিয়া প্রমূখ।

এর আগে বিকাল তিনটায় জেলা শহরের এস আর প্লাজার সামন থেকে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রার শুভ উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। শোভা যাত্রায় জেলা সদর সহ বিভিন্ন উপজেলার শ্রমিকদলের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকির ব্যানার ফেস্টুন হাতে নিয়ে দলীয় সঙ্গীতের সাথে তাল মিলিয়ে নেচে গেয়ে উৎসবে মেতে উঠেন।