মনোহরগঞ্জে ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

রবিবার, মে ৪, ২০২৫

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩২) নামে ৯ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে দুপুরে উপজেলার লক্ষণপুর বাজার থেকে সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের সৈয়দ আহমদের ছেলে সাদ্দামকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাদ্দামকে মনোহরগঞ্জ থানায় সোপর্দ করে সেনাবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায় সাদ্দামের বিরুদ্ধে দুটি ওয়ারেন্টসহ থানায় ৯টি মামলা রয়েছে। রোববার (৪ মে) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন সাদ্দামের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা রয়েছে। হত্যা ও অস্ত্র আইনে চলমান মামলায় তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।