সাপাহারে জুলাই গনঅভ্যুল্থানে আহত যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ

বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিভাগীয় কমিশনার এনডিসি খন্দকার আজিম আহম্মেদ নওগাঁর সাপাহারে জুলাই গনঅভ্যুল্থানে আহত জুুলাই যোদ্ধাদের হাতে সরকার প্রদেয় আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা প্রশসানের আয়োজনে অনুষ্ঠিত গনঅভ্যুল্থানে আহত জুলাই যোদ্ধাদের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক প্রদান করেন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: গোলাম রাব্বানী সহ উপজেলা পরিষদের প্রত্যেক দপ্তরের প্রধান গন সুধিজন, সাংবাদিক ও জুলাই গনঅভ্যুল্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বাই সাইকেল ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান করেন।