বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রিয়াজ ও রিপন

বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন “কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি” ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে।

 

৮ মে ২০২৫, বুধবার এই কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রিপন আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।

 

কমিটির অন্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: রিয়াদ মোরশেদ, মোঃ সাঈদ আল শিহাব, শয়ন কুমার শাহা, নাসির হোসাইন নাহিয়ান, মোঃ তৌহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক: আহসান হাবিব, আশরাফুল আলম আসাদ, লিটন শেখ, তসলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক: সালমান ইমতিয়াজ সাকিব, আল রনি, রায়হান কবির

,কোষাধ্যক্ষ: মোঃ জাকির সরকার জীম

প্রচার সম্পাদক: কামরুল হাসান কাব্য ,দপ্তর সম্পাদক:

মুরাদ হাসান মারুফ ,কার্যকরী সদস্য:

আরিফুল ইসলাম আরিফ, মোজাদ্দেদুর রহমান সোহান, আলাউদ্দিন আলভী, মেহেদী হাসান মেঘ

 

সহ সভাপতি তৌহিদুল ইসলাম বলেন “আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি, বেরোবির সকল সদস্যদের প্রতি, যারা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব শুধু একটি পদ নয়—এটি কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি সুযোগ ও অঙ্গীকার। আমরা সবাই একসাথে কাজ করে একটি বন্ধনশীল, সহায়ক ও কার্যকর সমিতি গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থীর সমস্যা গুরুত্ব সহকারে দেখা হবে এবং সমাধানে এগিয়ে আসা হবে। সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”

 

কার্যকারী সদস্য মেহেদী হাসান মেঘ বলেন “কার্যকরী সদস্য হিসেবে কুড়িগ্রামের শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। একসাথে কাজ করলে সব প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।”

 

নতুন কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে চান এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন।