মনোহরগঞ্জে বিশিষ্ট নাগরিকদের সাথে ইউএনওর মতবিনিময় 

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

 

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 

কুমিল্লার মনোহরগঞ্জে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও গাজালা পারভীন রুহি। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মজনু, এসএম মনসুর, মাসুদুল আলম বাচ্চু, উপজেলা পরিষদে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, সাংবাদিক মিলন হাজারি, হেফাজতে ইসলামের হাফেজ নিজাম উদ্দিন, ছাত্র প্রতিনিধি দেলোয়ার হোসেন। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে প্রশাসনের নজরে আনলে নবাগত ইউএনও গাজালা পারভীন রুহি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।