
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোড এলাকা থেকে কোতয়ালী থানা
পুলিশের একটি গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় বিপুল পরিমাণ
আমদানী শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ১১১৯ (এক হাজার একশত উনিশ) পিস বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী শাড়ি কাপড় উদ্ধার সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার করে।কোতয়ালী থানাধীন ৭নং ইংলিশ রোড চিত্রামহল সিনেমা হলের পূর্ব পার্শ্বে জনপ্রিয় মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেড এর অফিস কক্ষ থেকে
ঘটনার বিবরনীতে জানা যায়। ডিএমপি, ঢাকার কোতয়ালী থানার নৈশ মোবাইল সিসি নং-৫৩১/২৫, গত ২৪/০৫/২০২৫ খ্রি. এবং সাধারন ডায়েরি নং-১২৯৭, তারিখ-২৪/০৫/২০২৫ খ্রি. মূলে এসআই(নিরস্ত্র)/সজিব আহমেদ (বিপি-৯০১৯২২৩৭৫৯) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রীকালিন মোবাইল ডিউটি করাকালীন ঘটনাস্থলে বিদেশী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশী শাড়ি কাপড় বিক্রয়ের জন্য মজুদ করিয়া রাখিয়াছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেসময় আসামী ০১। মোঃ শামিম হোসেন(৩৩),
০২। মোঃ মুজাম্মেল হক(৪৪)’
কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত থাকা ১০ (দশ) টি প্লাস্টিকের বড় বস্তায় বিদেশী ১১১৯ (এক হাজার একশত উনিশ) পিচ SANJANA, PARINAYAM, K.V BURBERRY HANDLOOM, SILK MAYER ANCHOL লেখাসহ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী শাড়ি কাপড়, যাহার বাজার অনুমান মূল্য ১৩,৪২,৮০০/-(তের লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত) টাকা এবং জনপ্রিয় মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেড এর ০৯ (নয়) টি বুকিং রশিদ উদ্ধারপূর্বক ইং ২৫/০৫/২০২৫ তারিখ রাত্র ০৩.৩০ ঘটিকার সময় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। ধৃত আসামীদ্বয় সহ তাদের সহযোগী অন্যান্য আসামীদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কোতয়ালী থানার মামলা নং-২৫, তারিখ-২৫/০৫/২০২৫খ্রি, ধারা-বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর 25B/25D রুজু করা হয়েছে।
গ্রহীত ব্যবস্থাঃ ডিএমপি, ঢাকার কোতয়ালী থানার মামলা নং-২৫, তারিখ-২৫/০৫/২০২৫খ্রি, ধারা-বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর 25B/25D ধারায় আসামীদের আদালতে প্রেরণ করা হয়। বলে জানিয়েছেন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার।