প্রকৃতির সুরক্ষায় টাঙ্গাইলে ৫ লাখ গাছের চারা রোপণের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

রবিবার, মে ২৫, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে ৫ লাখ গাছ রোপণ করা হবে এবং এজন্য স্থানীয় প্রজাতির গাছই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

তিনি বলেন, “এই উদ্যোগ শুধু সবুজের জন্য নয়—এটি আমাদের জন্য ভালো অক্সিজেন নিশ্চিত করবে, দূষণ কমাবে, পাখিদের আশ্রয় দেবে। যারা এই গাছ লাগাবে, তাদের সঙ্গে গাছের একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। শুধু রোপণ করলেই হবে না, গাছের যত্ন ও পরিচর্যাও করতে হবে।”

 

রোববার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে আয়োজিত ‘৫ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা আরও বলেন, “আমরা প্রকৃতিকে নানা কার্যক্রমের মাধ্যমে বিরক্ত করি। গাছ কেটে বলি—২০ হাজার কেটে ৪০ হাজার গাছ লাগাবো। এজন্যই প্রকৃতি আমাদের ওপর বিরূপ হচ্ছে। কিছুটা প্রকৃতি ফেরানো গেলেও সবটা সম্ভব নয়।

 

তিনি বলেন, বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি না থাকার কথা ছিল, কারণ এই ভূখণ্ড একসময় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছিল। আমরা সেই সম্পদের যথেচ্ছ ব্যবহার করে এখন নিজেরাই বিপদে পড়েছি। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদেরই উদ্যোগ নিতে হবে, নিজেদের স্বার্থেই।”

 

তিনি আরও বলেন, “মানবজাতি সৃষ্টির সেরা জীব হিসেবে অন্যান্য প্রাণীর প্রতি যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা তা পালন করি না। এখন সময় এসেছে সেই দায়িত্ব পালনের।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাভিদ শফিউল্লাহ, প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান এবং বন বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ বাংলাদেশ এর কর্ণধার শহীদ মাহমুদ।

 

অনুষ্ঠান শেষে উপদেষ্টা বেলুন উড়িয়ে ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধন ঘোষণা করেন।