
জাতির সংবাদ ডটকম ডেস্ক।।
বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আত্মপ্রকাশ হয়েছে ২৬ জেলায় কমিটি। এ কমিটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন জেলায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইলেকশন কমিশনের রিকোয়ারমেন্ট পরিপূর্ণ করার লক্ষ্যে, আমরা সারা দেশব্যাপী কার্যক্রম চালাচ্ছি, এই মুহূর্তে দলের সকল নেতাকর্মী নিবন্ধন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমজনগণ পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। আইনের সুশাসন, সমতা, জাতীয় স্বার্থ, ন্যায় বিচার, ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আশা করি দেশবাসী আমাদের পাশে থাকবেন।
আত্মপ্রকাশ হয়েছে – রাজশাহী জেলা কমিটি, চাঁপাইনবাবগঞ্জ ,বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা,
যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ,
লক্ষ্মীপুর, বান্দরবন, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলা কমিটি।