গুলিস্তানে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনই আশঙ্কাজনক

বুধবার, মার্চ ৮, ২০২৩

জাতির সংবাদ ডটকম: রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছন চিকিৎসক।

বুধবার সকালে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঐ ১০ জনের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের বৃহদাংশই পুড়ে গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।