নির্মাণ কাজে বাজার মুল্য সমন্বয় করে চুক্তিমুল্যে ভর্তূকি প্রদানের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন 

শুক্রবার, মার্চ ১০, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।

সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি আজ মহাসড়কে।

বৈশ্বিক সংকটময় পরিস্থিতির ফলে দেশে উন্নয়ন কর্মকান্ডে ব্যবহৃত ইট,পাথর,রড, সিমেন্টসহ সকল নির্মাণ সামগ্রীর মুল্য অসাভাভিক ভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সকল উন্নয়ন কাজের অগ্রগতি আজ মুখথুবড়ে পরেছে।

 

সেইসাথে সকল প্রতিষ্ঠানের ঠিকাদার, ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পৃক্ত নির্মাণ শ্রমিকেরা আজ পথে বসার সামিল, এই সকল ঠিকাদারগন ব্যাংক ঋণসহ নানা ঋনে জর্জরিত হয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পরেছে।

 

নির্মাণ কাজ বাজার মুল্যের সাথে সমন্বয় করে চুক্তিমুল্যে ভর্তূকি প্রদানের দাবি জানিয়ে সকল ঠিকাদারগন সিরাজগঞ্জ জেলা ঠিকাদার বৃন্দের ব্যনারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লিটন এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোরশেদুল ইসলাম লিটনের আহবানে ও মেসার্স নাজমু এন্ড ব্রাদার্স এর সত্বাধিকারী নাজমুল হকের সভাপতিত্বে ও আব্দুল জব্বার খান রতু সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

 

 

গত (৯ মার্চ) বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন চত্বরে সকাল ১০ টা থেকে ১১ ঘটিকা পর্যন্ত আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে মেসার্স ওষান এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল খায়ের সেলিম বলেন, আমাদের চুক্তি মূল্য কাজে ভর্তূকি প্রদান করে চলমান কাজগুলো বাস্তবায়ন করার জোরদাবী জানান।

 

মোরশেদুল ইসলাম লিটন সংশ্লিষ্ট দপ্তরের উদ্দেশ্যে বলেন,

 

কাজের চুক্তি মূল্য বর্তমান বাজারের সাথে সমন্বয় করে সংশোধিত চুক্তিনামা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

 

তিনি আরও বলেন, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে জারিকৃত প্রঙ্গাপনে উল্লেখীত

 

(SHEDULE OF RATE) এর চারটি বেসিক আইটেম দর পুনঃনির্ধারন করা হয়।

 

তিনি জারিকৃত প্রঙ্গাপন অনুসারে নতুন ভাবে দরপত্র আহবান না করার জোরদাবী জানান।

 

এ মানববন্ধন অনুষ্ঠানে মঞ্জুর আলম টিক্কা, মোঃজুলহাস উদ্দিন,মোঃশাহাদাত হোসেন বুদ্দিন,রেজাউল করিম লিটন, স্বপন উদ্দিন খান, শাহিন আহমেদ,এমদাদুল হক সিপন, মাসুদ, হাবিব,সুমন,নাসকিব হাসান সুমন, মঈদুল ইসলাম চাঁদ প্রমুখ।