গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

বুধবার, জুলাই ২, ২০২৫

 

 

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক। 

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ১ জুলাই ) রাত ১০ টায় সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাতুল হাসানকে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গৌরীপুর সাংবাদিক ফোরাম। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাতুল হাসান সাংবাদিক ফোরাম

পরিদর্শন সহ অনুদান সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন। পরে সাংবাদিক আরিফ আহাম্মদের সঞ্চালনায় এবং সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ন কবির হিরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাতুল হাসান।

 

এময় আরো উপস্থিত ছিলেন রিপোর্টারস ক্লাবের সভাপতি মোঃ রায়হান উদ্দিন সরকার, সাঃ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার দাস, প্রেসটিভির প্রতিনিধি হুমায়ন করিব সুমন, গৌরীপুর প্রতিদিন ( লাইভের সম্পাদক) মোঃ মুখলেছুর রহমান, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোঃ মতিউর রহমান, ভোরের দর্শনের উপজেলা প্রতিনিধি সুপক রঞ্জন উকিল, গৌরীপুর বার্তার বার্তা সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সদস্য গোলাম মোস্তফা, সাংবাদিক ঝিন্টু দেবনাথ, এসটিটিভির সাংবাদিক আব্দুর রউফ দুদু মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাতুল হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।