বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা ও ঢাকা জেলা কমিটি পূর্ণাঙ্গ গঠিত

শুক্রবার, মার্চ ১০, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন এর নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা ও ঢাকা জেলা পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে সাভারের আশুলিয়া কাইচাবাড়ি এলাকার রুপসী বাংলা পার্কে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়৷ একি রঙের টি-শার্ট, গলায় আইডিকার্ড, দুপুরে একসাথে মধ্যাহ্ন ভোজ রুপসী বাংলা পার্ক জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে৷

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা জেলা কমিটির সভাপতি মো: নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো: নুরুল আলম৷

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো: নুরুল আলম বলেন, ২০১৭ সালের ৪ জুলাই বয়লার বিস্ফোরণ দূর্ঘটনায় ৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন থেকে এই এসোসিয়েশনের জন্ম৷ একটি সংগঠন টিকে থাকার মূল বিষয় হচ্ছে লক্ষ- উদ্দেশ্য, শৃঙ্খলা ও আনুগত্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব , সনদ নিয়ে অযৌক্তিক কালো আইন বাতিলের জন্য রিটপিটশন সহ মাত্র ৫ বছরে সংগঠন সফলতার সাথে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। সংগঠনের কারনে বিভিন্ন কোম্পানিতে চাকরির ক্ষেত্রে বয়লার পরিচালকদের সম্মানের সাথে মুল্যায়ন করা হয়। সংগঠনকে দেশ ব্যাপী আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এ জন্য নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নেই। ভবিষ্যতে কোন কোম্পানীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই কোম্পানি উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এজন্য বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন বলিষ্ঠ পদক্ষেপ নিবে। বয়লার পরিচালকদের প্রভিডেন্ট ফান্ড, ইন্সুরেন্স, সুরক্ষা, নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে মালিক পক্ষকে। সংগঠনের সদস্যদের তিনি আরো বলেন, সকল দুর্যোগে সংকটে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের সকল সদস্যকে তিনি ধুমপান ও মাদক মুক্ত থাকতে নির্দেশ দেন।

এছাড়া তিনি ৭ জুলাইকে জাতীয় নিরাপদ বয়লার দিবস হিসেবে ঘোষণা করেন। এই দিবসটি সারা বাংলাদেশে নিরাপদ বয়লার দিবস হিসেবে পালিত হবে ৷

সংবর্ধনা অনুষ্ঠানে শহিদুল ইসলাম রিপন ও ইকবাল শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টিফটেক ইন্টারন্যাশনালের এমডি আলমগীর হোসেন, ইউনিভার্সেল ট্রেড সেন্টারের ম্যানেজার আবু সাহেদ, ফাহিম বয়লার ইইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রোপ্রাইটর একরামুল হক সেলিম, রিয়েল টেক ইঞ্জিনিয়ারিং সি.ই.ইউ সাহাদাত হোসেন বাচ্চু, আর. এস বয়লারের সি.ই.ইউ রফিকুল ইসলাম রকি, প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মেসার্স এস এস ওয়েল সাপ্লাইয়ার্সের প্রোপ্রাইটর আবু সাঈদ, এমএস বেপারী ট্রেডিং এর প্রোপ্রাইটর শরিফ হোসাইন মেরিল প্রমুখ৷

 

এসময় ঢাকা জেলার নূর আলমকে সভাপতি ও আশরাফ মাহবুবকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয় এবং বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নুরুন্নবীসহ সকল সদস্যদের সংবর্ধনা দেয়া হয়৷

 

এছাড়া আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ডোনার এবং বয়লার পরিচালকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷