
জাতির সংবাদ ডটকম।।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি শামিম আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (৭ জুলাই) সকালে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউএনবির সাবেক চিফ রিপোর্টার ও সিটি এডিটর ছিলেন।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, ৪ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক শামিম আহমদের মৃত্যুতে মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)- এর সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।
আজ ( ৭ জুলাই ) সোমবার সংগঠনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এসব তথ্য জানানো হয়।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক শামিম আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।