 
                                                
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে জোরপূর্বক ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান সাপাহার থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি জানান, উপজেলার ইসলামপুর গ্রামে তার ভোগ দখলীয় জমির ৫ থেকে ৮ বছরের বারী-৪ ও আম্রপালি জাতের প্রায় ১০০-১৫০টি আম গাছ গত ৫ জুলাই বিকেলে কেটে ফেলা হয়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মোঃ বুলবুল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।
প্রতিপক্ষের বুলবুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই জমি আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। জমিটি নিয়ে একাধিকবার শালিস দরবার হয়েছে। এতদিন বৈধ দলিলপত্র ছাড়ায় তারা জমি দখল করে আসছিলো। গাছগুলো কেটে ফেলে আমাদের জমি আমরা দখলমুক্ত করেছি।
এ বিষয়ে সাপাহার থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক জান্নাত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
              