“জাতিসংঘ সর্বোচ্চ রাজনৈতিক ফোরাম ২০২৫” এ যোগ দিবেন বাংলাদেশ প্রতিনিধি ড. মো এনামুল হক

মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

 

মোঃ মোহন আলী ।।
ড. মো এনামুল হক আগামী ১৪জুলাই -২৩ জুলাই ২০২৫, জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘের উচ্চ-স্তরের রাজনৈতিক ফোরাম সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।

ড. হক বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। তিনি একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী।

ড. হক বাংলাদেশে মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিগত প্রায় দুই যুগ যাবত কাজ করে যাচ্ছেন । তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের উপর গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের সাংবিধানিক সঙ্কট গণতান্ত্রিক সংকট নিয়ে তিনি খুব উদ্বিগ্ন। । বিশেষত, বর্তমানে রাজনৈতিক দলগুলির সদস্য ও কর্মীদের উপর নির্যাতন, ধর্ষণ, গ্রেফতার, হত্যা ও মবতন্ত্র কায়েম করা হচ্ছে। খুব সুনির্দিষ্টভাবে বাংলাদেশ আওয়ামীলীগের নেতা ও কর্মীরা মবভায়োলেন্সের শিকার হচ্ছে প্রতিনিয়ত।

জাতির জন্য মারাত্মক উদ্বেগজনক হলো, বর্তমান চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কটের ।

এই অপ্রত্যাশিত এবং অনিশ্চিত পরিস্থিতিগুলি রাজনৈতিকভাবে সাংবিধানিক সুরক্ষা এবং গণতান্ত্রিক অনুশীলনকে চরমভাবে ব্যাহত করছে।
সামবিধানিক অধিকার আমাদের বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠিত করতে না পারায় এসব বিতারবির্ভূত বেআইনী কর্মকান্ড বেড়েই চলছে।
সুতরাং বাংলাদেশের নাগরিক এবং সিভিল সোসাইটির প্রতিনিধি হিসাবে আমার আবেগ এবং দায়বদ্ধতা হ’ল এই বিষয়গুলিকে বৈশ্বিক সমস্যা হিসেবে চিন্হিত করা।
বাংলাদেশে রাজনীতিক অনুশীলনের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য এই বিষয়গুলি জাতিসংঘের অধিবেশনে তুলে ধরা এবং সমাধানে কাজ করা।
তিনি আশা প্রকাশ করে বলেন যে, বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধসহ চলমান সংকট নিরসনে সাংবিধানিক অধিকার সুনিশ্তিনিত করতে জাতিসংঘের আয়েজিত “জাতিসংঘ উঁচ্চ রাজনৈতিক ফোরাম” গুকুত্বপূর্ন ভুমিকা রাখবে।