নান্দনিক থিয়েটার প্লে ঊনপুরুষ

সোমবার, জুলাই ১৪, ২০২৫

 

আসলাম ইকবাল:

নবরস নৃত্য ও নাট্যদল প্রয়োজনা-উনপুরুষ’ মঞ্চ নাটকটির সম্প্রতি একটি ১২তম মঞ্চায়ন হলো মহিলা সমিতি মঞ্চে। ঊনপুরুষ রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন-সৈয়দা শামছি আরা সায়েকা। দেশের হিজড়া সম্প্রদায়ের জীবনচিত্র নিয়ে এই উনপুরুষ নাটকটির মঞ্চায়ন।

শুধু ভাষার ব্যবহার আর জীবন কাহিনী নিয়ে নয় নাটকটিতে হিজড়াদের পারিবারিক জীবন, সামাজিক পঠভূমি গান ও নাচের একটি নান্দনিক প্রযোজনা হচ্ছে এই ‘উনপুরুষ’ নাটক। দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে নাট্যশিল্পী শামছি আরা সায়েকা নাটকটির নিদের্শনা দিয়েছেন। শুধু নির্দেশনা নয় অভিনেত্রী হিসেবেও সে নাটকের গল্প বলা ও অভিনয় করা ও নৃত্য পরিবেশনায় মুন্সিয়ানা দেখিয়েছেন।

তাছাড়াও পোষাক পরিকল্পক হিসেবেও সফল। নাটকটির আলো ও মঞ্চ পরিকল্পক, হিসেবে সুন্দর কাজ করেছেন সাইফুল ইসলাম। নাটকটির নেপথ্যে যারা কাজ করেছেন-পোষাক উপদেষ্টা-ওয়াহিদা মল্লিক জলি, পোষাক তৈরী- আঞ্জুমারা বেগম, সঙ্গীত পরিচালক-এবি সিদ্দিক, নেপথ্যে কণ্ঠ- রমিজ রাজু, সেট ও দ্রব্য সংরক্ষণ-পলাশ মিয়া, গ্রাফিক্স ডিজাইন – রফিক উল্লাহ, প্রচার পত্র-সিমি, নাটকটি প্রযোজনা অধিকতা হচ্ছেন সাইফ মাহমুদ। অভিনয়ে: ছোট পরীর ভূমিকায় ওয়াহিদ, পরী-কাশিফ আলফি আহমেদ, এন কে মাসুক, মা ও কথক- সৈয়দা শামছি আরা সায়েকা, বাবা-জিসান আদিত্য, ডাক্তার-নুসতাত জাহান বন্যা, অজয়-জিসান/জয় খান, গুরুমা- সবুজ খান, হিজড়া- অরূপ, সানি, কাশিফ, সুকন্যা, সমাস বালিকা- সায়েকা/ বন্যা, ফুলি- ওয়াহিদ, সুধিন বাবু-সবুজ খান, নাটকটির সার্বিক সাফল্য কামনা করছি।