
জাতির সংবাদ ডটকম।।
সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য থাকুক এমনটাই প্রত্যাশা হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিবের।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ প্রত্যাশা করেন তিনি।
মির্জা গালিব লেখেন, ফেসবুকে দেখলাম জামায়াতের আমিরকে দেখতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম হাসপাতালে যাবেন।
গত কয়েক সপ্তাহের রাজনীতিতে এটি হবে সবচাইতে সুন্দর দৃশ্য। সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্মান আর আলাপ আলোচনার পরিবেশ থাকুক সবসময়।
আল্লাহ সুবহানুতায়ালা জাতির সম্পদ সকল বর্ষীয়ান রাজনীতিবিদদের সুস্থ রাখুন।