 
                                                মোঃ মোহন আলী।।
আজ ২০ জুলাই ২০২৫, রবিবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) এর নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৭ মেয়াদে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী চেয়ারম্যান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচিত হন। ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান মোঃ সাজেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব এস এম বদরুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন শিশির, এস এম মাহফুজুর রহমান, এ্যাডভোকেট সারাবান তাহুরা, সাংগঠনিক সচিব তাজ উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সচিব নাজমুস সাকিব সৈকত, অর্থ সচিব ফাহিম আল-নূর, আন্তর্জাতিক সচিব মোঃ জামাল উদ্দিন, সহ-আন্তর্জাতিক সচিব মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সচিব সাইফুল ইসলাম, সহ-দপ্তর সচিব মোঃ সাইদুল ইসলাম খান, আইন ও মানবঅধিকার সচিব মজিবুর রহমান, মহিলা সচিব এ্যাডভোকেট মাহিয়া মেহেজাবিন রিফা, ক্রিড়া ও সাংস্থকৃতিক সচিব এ এইচ আরিফ, প্রচার সচিব সালেহ আহম্মেদ (আরিফ) নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক, মোঃ মোশারফ হোসেন বেলাল, এম আর টুনু তালুকদার, কামরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, সালেহ আহমেদ।
 
              