সান্তাহারে চুরি-ডাকাতির আতঙ্ক: নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী

রবিবার, জুলাই ২০, ২০২৫

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার সান্তাহার পৌর এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

গত তিন দিনে শহরের বাসা, দোকান ও রাস্তায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে শহরের নামা পৌঁওতা মহল্লায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানার বাসায় ৮-১০ জনের ডাকাত দল বেলকুনির গ্রিল কেটে ঢুকে পড়ে। তারা বাসার লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫০ হাজার টাকা নগদ এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

একই রাতে সান্তাহার রেলস্টেশন এলাকায়, বাদাম বিক্রেতা লেবু মিয়ার কাছ থেকে ছিনতাইকারীরা ২৫ শত টাকা ছিনিয়ে নেয়।

এর আগে ১৭ জুলাই (বৃহস্পতিবার) রাতে শহরের উপহার টাওয়ারের সামনে অবস্থিত ন্যাটো ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

পরদিন ১৮ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে, চুরি হয় রোজা ব্যাটারি হাউজ ও মতিউর রহমান মতির মালিকানাধীন মতি মিল স্টোরে।

রোজা ব্যাটারি হাউজের মালিক আব্দুর রাজ্জাক জানান, ডাকবাংলোর পাশে তার দোকানে গভীর রাতে চোরের দল তালা ভেঙে ঢুকে প্রায় আড়াই লাখ টাকার অটোচার্জার ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

অপরদিকে, মতি মিল স্টোরে চোরেরা স্টিলের আলমারী ভেঙে প্রায় ৮০ হাজার টাকা, জমির দলিল ও ব্যাংক চেকসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

স্থানীয়রা জানান, পৌর শহরের কলা বাগান এলাকায় প্রায় প্রতিরাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সোহেল রানার প্রতিবেশী নেহাল আহম্মেদ বলেন, “আমার পাশের বাসায় ডাকাতরা গ্রিল কেটে ঢুকে বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ পর্যন্ত সংঘটিত ঘটনাগুলোর ব্যাপারে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।