মৌলভীবাজার পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

সোমবার, জুলাই ২১, ২০২৫

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে জেলা মিনিবাস মালিক সমিতির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমন।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার আহমদ রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব ইজদানি ইমরান, আনিসুজ্জামান বায়েস, অলিউর রহমান, রেজাউল করিম রেজা, সালাম আহমদ জিতু, শেখ জুবেদ ও বদরুল আলম নোমান।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন,
“এই দুঃসময়েও বিএনপির নেতাকর্মীরা যে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনকে এগিয়ে নিচ্ছেন, তা প্রশংসনীয়। আমাদের মূল শক্তি হলো দলীয় ঐক্য। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করলে বিজয় নিশ্চিত।”

বিশেষ অতিথি আব্দুর রহিম রিপন বলেন,
“বিএনপি এখন একটি কঠিন সময় অতিক্রম করছে। এই সময়ে দলের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা অপরিহার্য। ভেদাভেদ ভুলে গিয়ে আগামী আন্দোলন-সংগ্রামে সকলকে এক কাতারে থাকতে হবে।”

সভায় বক্তারা দলকে আরও সংগঠিত ও কার্যকর করার জন্য কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।