মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

গোলাম জাকারিয়া আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমি প্রশিক্ষণ বিমানের মাইলস্টোন স্কুলের ভয়াবহ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল আরেফিনবুলু, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি, আমিনুল ইসলাম, আহবায়ক, সদর থানা বিএনপি, ওবায়েদ পাঠান সদস্য, জেলা বিএনপি এবং এ এইচ এম এম জামাল বাচ্চু, সেক্রেটারি, পৌর বিএনপি চাঁপাইনবাবগঞ্জ।

মাহফিলে নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।