বিএনপি নিম্নকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি চায় না: মির্জা ফখরুল

শনিবার, জুলাই ২৬, ২০২৫


‎জাতির সংবাদ ডটকম।।
‎বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নিম্নকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি চায় না। তিনি বলেন, রাতারাতি সংস্কার সম্ভব না, কয়েকটি বৈঠক করেই সংস্কার হয়ে যাবে- এভাবে হয় না।
‎জুলাই বিপ্লব- পত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনাসভার আয়োজন করে জিয়া পরিষদ। শনিবার ( ২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এ আলোচনায় তিনি এসব কথা বলেন।


‎মির্জা ফখরুল ইসলাম আমগীর বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার।


‎তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া।


‎এদিকে, বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শহীদ আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


‎এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানান।