‎এমাজউদ্দীন আহমদ ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও জাতীয় স্বার্থে নিবেদিতপ্রাণ

শনিবার, জুলাই ২৬, ২০২৫


‎জাতির সংবাদ ডটকম।।
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও জাতীয় স্বার্থে নিবেদিতপ্রাণ জনবুদ্ধিজীবী। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বায়ত্তশাসন, এরশাদবিরোধী আন্দোলন ও ১/১১-এর কঠিন সময় পর্যন্ত তিনি নির্ভীক কণ্ঠে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন।



‎শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টারের আয়োজনে তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

‎অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুম। তিনি বলেন, পাবলিক ইন্টেলেকচুয়াল বা জনবুদ্ধিজীবীর বৈশিষ্ট্যের বিচারে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের অগ্রজ জনবুদ্ধিজীবী। তিনি ছিলেন আলোকিত মানুষ, জ্ঞানের সমুদ্রতীর্থ ও জাতির বিবেক।