
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার ( ২৬ জুলাই )
দুপুরে কালীপুর মধ্যম তরফস্থ শহিদ প্লাজার ৩য় তলায় বেস্ট লাইফ ইন্সুইরেন্সের কার্যালয়ে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর জোন নান্দাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার
মোঃ আব্দুর রাশিদের সভাপতিত্বে এবং গৌরীপুর জোনের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোবারক হোসেন ও
রুপালী আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও মোঃ নূরুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বক্তা মোঃ মাসুদ হাসান জামাল, বিশেষ অতিথি গৌরীপুর জোনাল অফিসের সহকারী এজেন্সি ডিরেক্টর ও ইনচার্জ মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি ও গৌরীপুর জোনের বি,এম মোছাঃ রওশন আরা আক্তার, এফ, এ কামাল উদ্দিন, ইউ,এম বিপ্লবা আক্তার, হামিদা আক্তার, কল্পনা আক্তার, রুপালী আক্তার, ইয়াসমিন আক্তার।
গত তিনমাসে বেস্ট লাইফ ইন্সুইরেন্সে সন্তোষজনক কাজ করায় ১ম পুরষ্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এফ, এ মোঃ কামাল উদ্দিন,২য় পুরষ্কার হামিদা আক্তার, ৩য় পুরষ্কার কল্পনা আক্তার, ইউ,এম হিসেবে ১ম পুরষ্কার গ্রহন করেন বিপ্লবা আক্তার, ২য় পুরষ্কার রুপালী আক্তার, ৩য় পুরষ্কার ইয়াসমিন আক্তার ও বি,এম হিসেবে ১ম পুরষ্কার গ্রহণ করেন রওশন আরা আক্তার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিবৃন্দ ও গৌরীপুর জোনের সকলের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।