মনোহরগঞ্জে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার, আগস্ট ১, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলার কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা ৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। শুক্রবার সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে, উপজেলা আমীর হাফেজ নুরুন্নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা আমীর মনোহরগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা সেক্রেটারি ফয়জুর রহমান। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মুহ: মহিউদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ উল্লাহ, খিলা ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহিম। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আমীর ও সেক্রেটারিসহ মনোহরগঞ্জ উপজেলা প্রতিটি কেন্দ্রের আহবায়ক ও সদস্য সচিবরা।