
জাতির সংবাদ ডটকম।।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত গুলশান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন পি আর পদ্ধতি জনগণের সরাসরি প্রতিনিধিত্ব ধ্বংস হয়।
পি আর পদ্ধতি জনগণের নিজেদের সরাসরি প্রতিনিধি নির্বাচনের অধিকার হরন হয়।, পি আর পদ্ধতিতে জনগণের কাছে ব্যক্তি জবাবদিহি থাকে না। পি আর পদ্ধতিতে জনগণ অসহায় এবং ক্ষমতাহীন হয়ে যায়।
PR নির্বাচন মানে Public rejected, কারণ public সরাসরি নিজের প্রতিনিধি এম পি নির্বাচন করার অধিকার হরণ হয়।পি আর পদ্ধতি অগণতান্ত্রিক।
আল্লামা ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীন কিন্তু দায়িত্বহীন এই বৈষম্যবাদি দুর্নীতিবাজ অন্তর্বর্তী সরকার আর তাদের পালিত জংগীবাদের গোপনাংগ এনসিপি মবসন্ত্রাস চক্র দেশ ও জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মানবতার রাজনীতি না থাকলে ভোট মানে ডাকাতদের ভাগ বাটোয়ারা। মানবতার রাজনীতি না থাকলে ভোট নির্বাচন একক গোষ্ঠীর রাষ্ট্র জবরদখলের হাতিয়ার হয়ে যায়। তাই এস্তনিয়ার মত মোবাইল ফোনের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে ভোট দেয়ার ব্যবস্থা করলেই কেবল দেশের ভিতরের বাইরের সব নাগরিক নিরাপদে ঘরে বসে যার যার ভোট দিতে পারবেন। কারন জংগীবাদের পক্ষপাতদুষ্ট এ সরকার জননিরাপত্তা সম্পূর্ণ ধ্বংস করে দেশকে মবসন্ত্রাস জংগীবাদের গুন্ডাতন্ত্রে খুনতন্ত্রে আতংকের ভয়ংকর জনপদে পরিণত করেছেন।