
ক্রীড়া ডেস্ক: ফুটবল মাঠ কাঁপানো জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকে এবার দেখা যেতে পারে ভারতের ক্রিকেট মাঠে! সবকিছু পরিকল্পনামতো এগোলে আসছে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট ব্যাট হাতে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন সুপারস্টারকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হবেন এবং তিনি সেখানে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন, যেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকতে পারেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান তারকা বিরাট কোহলির মতো কিংবদন্তিরা।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ম্যাচ খেলতেও দেখা যেতে পারে তাকে। সব কিছু চূড়ান্ত হলে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।
জানা গেছে, মেসি তিনটি শহর—মুম্বাই, কলকাতা ও দিল্লি সফর করবেন ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল ওয়ার্কশপ ও একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন মেসি। এছাড়া তার সম্মানে আয়োজিত হবে সাতজনের একটি বিশেষ ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে “GOAT CUP”।
৩৮ বছর বয়সী মেসি এখনো আর্জেন্টিনার জাতীয় দলে খেলছেন এবং ক্লাব ফুটবলে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে খেলছেন। ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেয়ার লক্ষ্য রয়েছে তার। মেসির নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ ফুটবল শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আগামী বছরের বিশ্বকাপটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
সূত্র: এনডিটিভি