
শেখ আব্দুস সালামঃ
জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) এর ১৬৪তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছার জন্মভিটায় পালিত হয়েছে । শনিবার (২ আগস্ট) উপজেলার রাড়ুলীস্থ বিজ্ঞানীর পৈত্রিক ভিটায় এ উপলক্ষে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মিস লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আক্তার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, ওসি মোঃ রিয়াদ মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, আব্দুল্লাহ আল মামুন ও এসকে মহিবুল্লাহ। উপস্থিত ছিলেন, রাড়ুলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেমসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সূধীবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা আচার্য বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের বিজ্ঞান চর্চা, শিক্ষা, সমাজ সংষ্কারে অবদান ও দেশপ্রেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় বক্তারা সুন্দর সমাজ তথা দেশ গঠনে বিজ্ঞানীর জীবনাদর্শ তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।