জামালপুরে মেলান্দহে গণঅভ্যূত্থান দিবস পালিত

বুধবার, আগস্ট ৬, ২০২৫

 

আবুল কাশেম জামালপুরঃ-
সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে ৫ আগস্ট গণঅভ্যূত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের সমাধিতে পুস্প স্তবক অর্পন ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। ইউএনও এস.এম. আলমগীর এবং অফিসার ইনচার্জ শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য র‍্যালী শেষে শহিদ পরিবারের সাথে মত বিনিময় এবং নগদ ৪০ হাজার টাকা বিতরণ করেন-ভিসি প্রফেসর ড. রুকনুজ্জামান খান।
একই দিন উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল শেষে উপজেলা চত্বরে সমাবেশ করেছে।
বাদ আসর জামাতের মনোনয়ন প্রত্যাশী মাও. মুজিবুর রহমান আজাদীর নেতৃত্বে এবং ইসলামী আন্দোলন মেলান্দহ শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক গণমিছিল শেষে চৌরাস্তায় পথসভা করেছে।