
জাতির সংবাদ ডটকম।।
জনস্বাস্থ্য উন্নয়নে তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতিগুলোকে তামাক কোম্পানির প্রভাবমুক্ত রাখা জরুরি। উক্ত বিষয়ে গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রথম গণমাধ্যম হিসেবে “পাবলিক হেলথ ২৪.কম” ফ্রেমওয়ার্ক কনভেনশান অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) আর্টিকেল ৫.৩ অনুযায়ী তামাক কোম্পানিকে সহযোগীতা না করার নীতি গ্রহণ করেছে। যা ১৪ আগষ্ট ২০২৫ খ্রীষ্টাব্দ থেকে কার্যকর হবে।
গত ১৪ আগষ্ট ২০২৫ বিকাল ৩টায় “পাবলিক হেলথ ২৪.কম” বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে “জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিগুলো সুরক্ষায় গাইডলাইন গ্রহণ” বিষয়ক একটি সভায় এফটিসি-৫.৩ আর্টিকেলকে সমর্থন জানিয়ে “কোড অব কনডাক্ট” সাক্ষর করে। “পাবলিক হেলথ ২৪.কম”এর এ ধরনের উদ্যোগ দেশে গণমাধ্যমেগুলোকে সম্পৃক্ত করে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল । উক্ত সভায় তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
সভায় তামাকের বিরুদ্ধে গণমাধ্যমগুলো সরাসরি সম্পৃক্ত হবার আহবান জানানো হয়। তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের অর্জনগুলোকে উল্লেখ করে বর্তমান প্রেক্ষাপটে জনস্বাস্থ্য বিষয়ক নীতি সুরক্ষায় তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহারের পাশাপাশি সরকারের সকল প্রতিষ্ঠানকে “কোড অব কনডাক্ট” গ্রহণে গ্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়। এফসিটিসি এর ৫.৩ অনুসারে “পাবলিক হেলথ ২৪.কম” নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করবে:
· তামাক কোম্পানির সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে প্রচারণা বন্ধ
· সর্বস্তরের কর্মচারী-কর্মকর্তাদের এফসিটিসি-র আর্টিকেল ৫.৩ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, সচেতনতা বৃদ্ধি ও প্রকাশনা সরবরাহ
· কোন অনুষ্ঠানে ও কমিটিতে তামাক কোম্পানি/কোম্পানির প্রতিনিধি বা তামাক কোম্পানির স্বার্থে নিয়োজিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ না জানানো
· প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক কোম্পানি বা কোম্পানি সংশ্লিষ্ট কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোন সহযোগিতা গ্রহণ, প্রদান ও অংশগ্রহণ থেকে বিরত থাকবে
· নিজস্ব কার্যালয় সম্পূর্ণ তামাকমুক্ত পরিবেশ বজায় থাকবে
· তামাক কোম্পানির স্বার্থে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুবিধা পেয়েছেন, এমন কোন ব্যক্তিকে নিয়োগ দেবে না।