সাংবাদিক ফখরুলের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিআরজেএফ

শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫


জাতির সংবাদ ডটকম।।

‎শুক্রবার বিকেলে পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে মোবাইলে ভিডিও ধারণ করায় চট্টগ্রাম জেলার মিরসরাই থানাস্থ মিঠাছরা বাজারে চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপের লোকজন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন (বিআরজেএফ)”র কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক কাজী ফখরুল ইসলামকে অপমান অপদস্ত করে মোবাইল কেড়ে নেয় এবং গ্লারি থেকে ছবি ও ভিডিও ডিলেট করে দেয়।


‎সাংবাদিকের উপর এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রাকিব ।

‎সভাপতি বলেন,  সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এ ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এ ধরনের ঘটনার তদন্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

‎এ ব্যাপারে জানতে চাইলে কাজী ফখরুল ইসলাম বলেন, আমি আমার পেশাগত দ্বায়িত্ব নিউজ কাবার করতে গিয়ে মিরসরাই মিঠাছরা বাজারে চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপের মিছিলের ভিডিও ধারণ করার অপরাধে আমাকে অপমান অপদস্ত করে আমার মোবাইল কেড়ে নেয় এবং গ্লারি থেকে ভিডিও ডিলেট করে দেয়। এমন কি আমাকে চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপের ছেলেরা ড়িম পর্যন্ত নিক্ষেপ করে।
‎এই ঘটনা মিঠাছরা কাঁচা বাজারে ডুকতে দুই পাশের দোকানদারদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন।

‎শুধু তাই নয় ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীদের ও অপমান করে বাজার ছাড়তে বধ্য করে চেয়ারম্যান নুরুল আমিন গ্রুপের লোকজনরা।
‎এক পর্যায়ে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব এর লিফলেট বিলি করতে পারেনি বরং নিজের জীবন নিয়ে কোন রকম পালিয়ে জীবন বাঁচায়।
‎আমি তাদেরকে বললাম আমি একজন সাংবাদিক আমিতো কারো পক্ষ নই। মূলত তারা প্রথমে আক্রমণ করে বসে মিঠাচরা বাজার এর উত্তর পাশে বিএনপি নেতা নাজিম এর উপর । আর সেই ঘটনার ভাডিও ধারণ করেছি মনে করে আমার উপর হামলা করে। আমি এর তিব্র নিন্দা জানাই।
‎মিঠাছরা বাজারে লিফলেট বিলি করতে না পেরে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম ও চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরাম বাদ আছর মিরসরাই কেন্দ্রীয় জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।