
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে লীলাপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও আনন্দোৎসবের মধ্যদিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক আশ্রয় নরোত্তম দাস, মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী, সাধারণ সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে কৃষ্ণ বিষয়ক বক্তব্য রাখেন, রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জয়কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। পরে দুপুর ১২ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ¦লন করে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিত কুমার চট্টোপাধ্যায়।
এসময় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার গুরুত্বপূর্ণ সক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ নানান বাদ্যযন্ত্র সহকারে এতে অংশ নেয়। অনেকের হাতেই শোভা পাচ্ছিল কৃষ্ণের প্রতিকৃতি। কেউ কেউ আবার এসেছিল রাধাকৃষ্ণের বেশে। শেষে বিভিন্ন সাজে সজ্জিত শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।