
জাতির সংবাদ ডটকম।।
গণঅভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হলেও এখনো প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার। সুষ্ঠু নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে না পারা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ শনিবার রংপুর মহানগরের সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) আব্দুল বাসেত মারজান এবং সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারকে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচনে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। সরকার প্রধান ঘোষণা দিয়েছিলেন—এটি হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের জন্য সরকারের যে প্রস্তুতি ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা ছিল, তা এখনো দেখা যাচ্ছে না। পুলিশের ওপর, আমলাতন্ত্রের ওপর, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ওপর সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হলে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আমরা শঙ্কিত।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক দলগুলোর সাথে এখনো সংলাপে বসেননি। কমিশনকে দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং প্রার্থীদের ব্যয়ের চাপ কমানোর উদ্যোগ নিতে হবে। বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন নির্বাচনী শৃঙ্খলার আওতায় আনতে হবে।”
ভালো নির্বাচন আয়োজনের প্রসঙ্গে তিনি বলেন, “একটি রাষ্ট্র ৬০ বছরেও যদি ভালো নির্বাচন করতে না পারে, তবে এটি রাজনৈতিক দলগুলোর জন্য যেমন, তেমনি নাগরিক সমাজের জন্যও বড় লজ্জার। ৬ দফার প্রথম দাবি ছিল সুষ্ঠু নির্বাচন। সেই দাবি পূরণে ২০২৫ সালের ঐকমত্য কমিশনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। গণঅভ্যুত্থান হয়েছে, ১৪০০ মানুষ জীবন দিয়েছেন। তাই ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে নির্বাচন আয়োজন করতে হবে।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো এখনই কার্যকর করতে হবে। নির্বাচন পেছানোর কোনো দাবি উঠানো যাবে না। এটি করলে দেশে অস্বস্তি বাড়বে, অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং দেশের শত্রুরা সুযোগ নেবে। তাই সবাইকে সচেতন হতে হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—রংপুর জেলা সদস্য সচিব মো. এনামুল হক, মহানগর যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সদস্য সচিব মাহবুবার রহমান প্রমুখ নেতৃবৃন্দ।