
বেরোবি প্রতিনিধি,
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিতু রায় প্রেমঘটিতহ কারণে নিজ বাড়ির সামনে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে সু্ইসাইড নোটে তিনি লিখেন, ‘আই লাভ ইউ, মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যাব’।
জানা গেছে, জিতু রায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলায়। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জিতুর লেখা সুইসাইড নোট থেকে জানা যায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছরের প্রেমে ব্যর্থ হয়ে ৩ পৃষ্ঠার এক চিঠি লিখে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
চিঠিতে তিনি লেখেন, তোমার সাথে আমার অনেকবার শারীরিক সম্পর্ক হয়, যেটা তুমি কখনও অস্বীকার করতে পারবে না। তোমার শেষ কথা ছিল আমাকে ভুলে যাও। কিন্তু আমি তোমাকে ভুলতে পারলাম না। তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব।
জিতু আরও লেখেন, তোমার জন্য আমি অনেক কিছু করেছি। কিন্তু দিনশেষে প্রমাণ করে দিলে তুমি সুখের জন্য আমার জীবনে আসনি। আমার জীবনকে গলা টিপে হত্যা করার জন্য আসছিলে। আজকে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী, শুধু তুমি।
এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামানিক দুঃখ প্রকাশ করে বলেন, এসব সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উদ্যোগে প্রতি বুধবার একজন মনোরোগ ডাক্তার আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যারা বিভিন্ন কারণে ডিপ্রেশনে থাকে, এ ডাক্তারের কাছে আসলে তারা অবশ্যই ভালো পরামর্শ পাবেন আশা করা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীদের এমন ডিপ্রেশন এ সুপরামর্শের জন্য প্রতি বুধবার আমাদের বিশ্ববিদ্যালয় একজন মনোরোগ বিশেষজ্ঞ আসেন। প্রয়োজনে আমরা এ বিষয়ে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।