
জাতির সংবাদ ডটকম।।
স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের এমপিওভূক্তকরণসহ যাবতীয় সমস্যা উত্তরণের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা
অদ্য ১৮ আগস্ট ২০২৫ইং রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের এমপিওভূক্তকরণসহ যাবতীয় সমস্যা উত্তরণের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।
আলোচনায় অংশগ্রহণ করেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের উপদেষ্টা এস এম জয়নাল আবেদীন জিহাদী, ঐক্যজোটের মহাসচিব মোঃ সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র নেতা মোঃ ওমর ফারুক, শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ আহমেদ আলী, শিক্ষক নেতা নজরুল ইসলাম হিরন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সামসুল আলম, সদস্য সচিব মাওঃ আল-আমিন, শিক্ষা উন্নয়ন বাংলাদেশ মহাসচিব মোঃ রেজাউল হক, শিক্ষক নেতা মোঃ নুরুজ্জামান, সদস্য মোঃ খোরশেদ আলম, মোঃ নুরুল আমীন, হাফেজ মাহমুদুল হাসান, মাওঃ মোঃ শামসুল হক আনসারী, মোঃ আলাউদ্দিন খন্দকার, মাওঃ মোঃ জহুরুল আলম, মোঃ মনিরুজ্জামান, ডাঃ মাছুদুর রহমান, নাজমুল আলম, মাওঃ মোঃ সাইফুল ইসলাম, নুরুন্নবী আলী, মোঃ সরোয়ার হোসেন, মোঃ সোয়েব, ফয়সাল, মোঃ ইউসুফ শরীফ, ফাতেমা ফারহানা প্রমুখ।
বক্তারা বলেন, নি¤েœাক্ত দাবী সমূহঃ
১। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ।
২। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়ন করণ।
৩। স্বীকৃতিপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো শর্ত শিথিলপূর্বক মাদরাসা বোর্ড-এ কোডের অন্তর্ভূক্ত করণ।
৪। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ।
৫। প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।
কর্মসূচীঃ
উপরোক্ত দাবী সমূহের মধ্যে যে দাবীগুলো বাস্তবায়নের জন্য সরকার এখনও উদ্যোগ গ্রহণ করেন নাই তাহা যদি আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করা হয়, তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে দেশের সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশ ও অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচী পালন করা হবে।