‘নায়করাজ’ রাজ্জাকের প্রয়াণদিবস আজ

বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।। 

পঞ্চাশের দশকে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও উর্দু চলচ্চিত্রের দাপট তখন তুঙ্গে। ষাটের দশকে তৎকালীন পূর্ব বাংলার সিনেমা হলগুলোতে যখন কলকাতার চলচ্চিত্র দেখানো বন্ধ হয়ে গেল, তখন এ দেশের সিনেমা জগতে রাজ্জাকের অভিষেক নতুন প্রাণ সঞ্চার করে। সেই কালজয়ী অভিনেতা ‘নায়করাজ’ রাজ্জাকের প্রয়াণদিবস আজ। ২০১৭ সালের এই দিনে ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি হয়। চলচ্চিত্রে যাদের অবস্থান তৈরি হয়েছিল মেধা, মনন ও শ্রমে—নায়করাজ ছিলেন তাদের মধ্যে শীর্ষে। দেখতে দেখতে কেটে গেল নায়করাজহীন ৮ বছর।

নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায়। ১৯৬৪ সালে পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় ঢাকা আসেন তিনি। এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। গীতিকার ও সাংবাদিক আহমদ জামান চৌধুরী খোকা রাজ্জাকের নামের আগে ‘নায়করাজ’ যুক্ত করেন।

শুরুতে দুই-একটি সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ১৯৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ‘বেহুলা’। সেই থেকে শুরু। অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন তিনি। ১৯৭৭ সালে ‘অনন্ত প্রেম’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজ্জাক প্রায় ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘কার্তুজ’। ২০১৪ সালে মুক্তি পায় এটি। কাজের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন গুণী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।

১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন নায়করাজ রাজ্জাক।