‎‘সময় টিভির’ রিপোর্টার ও ক্যামেরাম্যানের ওপর হামলা, থানায় সাধারণ ডায়েরি

শুক্রবার, আগস্ট ২২, ২০২৫


ভোলা প্রতিনিধি, জাতির সংবাদ ডটকম ।।


‎ভোলা দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মোঃ নাসির উদ্দিন লিটন ও তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান উৎপল দেবনাথ। এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগী সাংবাদিক।

‎থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান সাংবাদিক নাসির উদ্দিন লিটন। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতা কাজি রাসেল, নিজাম কাজী, কাজী রাকিব ও রিয়াজসহ কয়েকজন তাদের বাড়িতে সাংবাদিক প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে।



‎অভিযোগে বলা হয়, সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাম্যান উৎপলকে উদ্দেশ্য করে তারা অকথ্য ভাসায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি ধাক্কাদিয়ে বাড়ির বাইরে এনে রাস্তার ওপর ফেলে দেয়।

‎ভুক্তভোগী সাংবাদিক নাসির লিটন আরও অভিযোগ করেন, রাসেল ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শনের পাশাপাশি তাদের মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল কাজি প্রকাশ্যে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। ঘটনার সময় ক্যামেরাম্যান উৎপল দেবনাথের হাতে থাকা ক্যানন ক্যামেরা (মডেল নং AG-AC9OEN) কেড়ে নিয়ে সজোরে ফেলে দিলে ক্যামেরাটি ভেঙে যায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

‎এ ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিন লিটন থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন,সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে হামলা ও হুমকির শিকার হয়েছি। আমরা আমাদের নিরাপত্তা চাই এবং ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

‎এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সময় টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনা জানতে পেরেছি। লিখিত অভিযোগ (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎এদিকে দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার ফারুক হোসেন তালুকদার বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি দুঃখজন। আমরা সাংগঠনিক ভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।