ডা. সাবরিনাকে শোকজ

সোমবার, আগস্ট ২৫, ২০২৫

 

মোঃ মোহন আলী ।।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ডা. সাবরিনা হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম। অস্তিত্ব নেই, সংগঠনটির এমন একটি কমিটির নাম উল্লেখ করা ব্যানার নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করায় তাকে এ শোকজ দেওয়া হয়।

সোমবার (২৫ আগস্ট) দেওয়া ওই কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি (ডা. সাবরিনা) আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, গ্রীন ভিউ ল’ কলেজ শাখার ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের গ্রীন ভিউ ল’ কলেজ শাখায় কোনো স্বীকৃত কমিটি নেই। এ অবস্থায় আপনি সুনির্দিষ্ট শৃঙ্খলাভঙ্গ করেছেন।