
স্পোর্টস ডেস্ক: প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব হারানোর পরদিনই নতুন ঠিকানা খুঁজে পেলেন জোনাথান ট্রট। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টিতে গলফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব নিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান।
সঙ্গে গলফ জায়ান্টস তাদের বোলিং কোচ হিসেবে নিয়েছে নিউজিল্যান্ডের সাবেক পেস তারকা শেন বন্ডকে। এ দুজন দলে জায়গা নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার ও ওটিস গিবসনের স্থলে।
বর্তমানে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন ট্রট। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বে ছিলেন। তবে সম্প্রতি তাকে সরিয়ে প্রিটোরিয়া দলে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে।
শেন বন্ড এর আগে এসএটোয়েন্টিতে পার্ল রয়্যালস ও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে কাজ করেছেন। এবার পুরোনো ভূমিকায় নতুন লিগে দেখা যাবে তাকে।
গলফ জায়ান্টস দলটি তাদের কোচিং স্টাফে আরও কয়েকটি পরিবর্তন এনেছে।
অ্যান্ড্রু পাটিক (দক্ষিণ আফ্রিকা) হয়েছেন ব্যাটিং কোচ, জিম ট্রটন (ইংল্যান্ড) ফিল্ডিং কোচ, ফিটনেস কোচ হয়েছেন নিক লিক।
চতুর্থ আইএলটি-টোয়েন্টির নিলাম হবে ৩০ সেপ্টেম্বর, আর মাঠের খেলা শুরু হবে ২ ডিসেম্বর, চলবে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।