
জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুর নারী নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে মঙ্গলবার (২৬
আগষ্ট) দুপুরে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন
আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
মামলা সূত্রে দণ্ডিতদের পরিচয় জানা গেছে, আসামীরা ময়মনসিংহ জেলার
মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামের মো. ইসমাইল হোসেন ও তার স্ত্রী
জোৎস্না (২৮) এর ছেলে মো. আব্দুল মান্নান (৩৩) এবং আবুল হোসেনের ছেলে মো.
শাহজাহান (৪০)
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী বিজ্ঞ আইনজীবী মোঃ ফজলুল হক পিপি
জানায়, ফেসবুকে সম্পর্কের কারণে ভুক্তভোগী গত ২০১৯ সালের ১৫ মে মো.
আব্দুল মান্নানকে বিয়ে করেন, যিনি তার প্রথম বিয়ে এবং সন্তান ধারণের
বিষয়টি গোপন রেখেছিলেন। বিয়ের পর তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়
একটি ভাড়া বাড়িতে দাম্পত্য জীবন শুরু করেন। বিয়ের কিছু দিন পর আব্দুল
মান্নান তার কাছ থেকে দুই লাখ টাকা এবং ব্যবসার জন্য স্বর্ণালঙ্কার নেন।
এরপর তিনি আবার তিনি তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করলে স্ত্রী জোৎস্না
অস্বীকৃতি জানায় এ সময় দোষী ব্যক্তিরা তাকে মারধর করে। এতে তিনি গুরুতর
আহত হন এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য যাইতে না দিয়া বাসায় আটক রাখে।
এক তিনি ভিষন অসুস্থ হইয়া পরে এবং পরের দিন তার বড়বোন আসিয়া আসামীদের কবল
হইতে তাকে উদ্ধার করে এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা
করায়। এই ঘটনার জেরে তিনি ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে তার প্রথম স্ত্রী
জোৎস্না ও তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতে মামলা
দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম
৭ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে তাদের দোষী সাব্যস্ত
করেন এবং প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেন। আদালত তাদের প্রত্যেককে ২০
হাজার টাকা জরিমানা করে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেন। আদালতে শুধু আসামী
মোঃ আঃ মান্নান উপস্থিত ছিলেন, জোৎস্না এবং মো. শাহজাহানের অনুপস্থিত
ছিলেন । তাদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন, বিজ্ঞ এডভোকেট মোঃ ফজলুল হক, পিপি
এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন, এ্যাডভোকেট মাহাফুজা সুলতানাসাথী।