
জাতির সংবাদ ডটকম।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। সরকারের ভেতরের একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন ক্ষমতায় আসতে না পারে।
বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার পথে সংস্কারের কাজ চলছে। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। কিছু রাজনৈকিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। পিআর পদ্ধতি মানুষ বুঝে না। গণতান্ত্রিক উত্তরণে যত দেরি হয় তত সুবিধাবাদীরা সুযোগ নেয়।
তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করতে দিল্লীতে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে এস আলম। দিল্লীতে বসে এস আলম হাসিনার সঙ্গে ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করতে। ষড়যন্ত্র প্রতিহত করতে জটিলতা না করে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব।