সাপাহারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শিরন্টি ইউনিয়নের খঞ্জনপুর বাজার মসজিদ সংলগ্ন এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিদুল হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, শিরন্টি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার, আহ্বায়ক সদস্য মোশাররফ হোসেন, আতোয়ার রহমান,সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, এটি জনগণের আন্দোলনের নাম। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাতেও দলটি কাজ করছে । জলবায়ু পরিবর্তনের এই সংকটে বৃক্ষরোপণকে তারা দেখছেন অত্যন্ত জরুরি উদ্যোগ হিসেবে।

তারা আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের অগ্রদূত। তাঁর আদর্শকে সামনে রেখে বিএনপি কাজ করছে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে দলটির নেতাকর্মীরা এক ধরনের বার্তাই দিলে রাজনীতির পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের দায়িত্বও সমানভাবে বহন করছে বিএনপি।