জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনপূর্ব প্রতিশ্রুতির প্রস্তাব বিএনপির

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের বাস্তবায়নের অঙ্গীকার দিয়ে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি তবে, সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়নে সংসদে নিয়ে যাওয়ার পক্ষে দলটি। অন্যদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বাস্তবায়নের প্রক্রিয়ার গণপরিষদ নির্বাচনে অনড় এনসিপি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেবে। যে দল সরকার গঠন করবে, তারা তা বাস্তবায়ন করবে।’

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সনদটি স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং এই উদ্যোগকে ভবিষ্যতের গণতান্ত্রিক যাত্রার সূচনা হিসেবে দেখছে।

সভায় আলোচনার ভিত্তিতে জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নের জন্য চারটি প্রক্রিয়া সামনে এসেছে: অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ।

তিনি জানান, যেসব সুপারিশ সংবিধান সংশোধনের প্রয়োজন ছাড়াই বাস্তবায়নযোগ্য, সেগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা যেতে পারে।

সালাহউদ্দিন বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য ১৯টি মৌলিক বিষয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। এগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো লিখিত ও মৌখিকভাবে মতামত দিয়েছে।’

এছাড়া বিএনপি দুটি বিষয়ে ভিন্নমত (Note of Dissent) দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যে দুটি বিষয়ে ভিন্নমত দিয়েছি, সেগুলো আমরা দলীয় অবস্থান অনুযায়ী বাস্তবায়ন করব, যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয়।’