
সাঁথিয়া (পাবন)প্রতিনিধি:
:সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ, ও দেশ প্রেমিক নাগরিক তৈরীর প্রত্যয়ে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার সামিট২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
শনিবার সকাল ১০টায় সাঁথিয়া সরকারি কলেজ মাঠে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র বাংলাদেশ জামায়াতে ইসলামের পাবনা ১ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সভাপতিত্বে এবং শিবির নেতা সাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, তরুণ শিল্প উদ্যোক্তা বগুড়ার কৃতি সন্তান নূর মোহাম্মদ আবু তাহের , তরুণ শিক্ষার্থীদের আইডল বক্তা আল মাহমুদ রাসেল ,পাবনা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামাতের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার খান,উপজেলা জামাতের আমির মাওলানা মোখলেসুর রহমান। ভিডিও কলে সুদুর লন্ডন থেকে সংযুক্ত হন মতিউর রহমান নিজামীর বড় ছেলে,নাকিবুর রহমান তারেক । অনুষ্ঠানে সাঁথিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।