জনপ্রিয় লালন শিল্পী ফরিদা পারভীনের ইন্তেকালে লেবার পার্টির শোক প্রকাশ

শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।
জনপ্রিয় লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনের ইন্তেকাল আজ ১৩ সেপ্টেম্বর (শনিবার) রাত ১০:১৫টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এক শোকবার্তায় জনপ্রিয় লালন শিল্পী ফরিদা পারভীনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কিংবদন্তি। তাঁর কণ্ঠে লালন গীতি শুধুমাত্র সংগীতের মাধুর্য নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে। তাঁর মৃত্যুতে জাতি একজন মহান শিল্পীকে হারালো, বাংলা সংগীত হারালো তার অমূল্য রত্নকে।

ডাঃ ইরান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ভক্ত-শ্রোতা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।