
জাতির সংবাদ ডটকম।।
অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৫ইং রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যজোটের মহাসচিব মোঃ সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী, মাওলানা আবু মুছা ভূইয়া, মাওলানা নুরুল আমিন, মাওলানা শামসুল হক আনছারী, মোঃ রবিউল ইসলাম, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র নেতা মোঃ ওমর ফারুক।
আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের নির্দেশে মাদ্রাসা ও কারিগরি সচিব মহোদয়ের আমন্ত্রণে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে ১৫ সদস্য প্রতিনিধি দল সচিব মহোদয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে শিক্ষকদের যুক্তিক দাবী মনোযোগ দিয়ে শুনেন এবং দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে বিকাল ৪:২০ ঘটিকায় মাদ্রাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ও অর্থ বিভাগের অনুবিভাগ এর উপসচিব রাহাত আব্দুল মান্নান জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে নিম্নোক্ত তিন দফা দাবী দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। উপরোক্ত ঘোষণার আলোকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন স্থগিত ঘোষণা করা হলো।
ঐক্যজোটের চেয়ারম্যান আরো বলেন- আগামী ১ (এক) মাসের মধ্যে ঘোষণাকৃত দাবী বাস্তবায়ন না হলে ১৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে কঠোর কর্মসূচী পালন করা হবে।
দাবী সমূহঃ
১। অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকারের
ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ।
৩। প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।