গোবিন্দগঞ্জে প্রয়াত কমরেড বিপ্লব চাকীর কফিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের শেষ শ্রদ্ধা নিবেদন

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

 

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা, কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি গোবিন্দগঞ্জের কৃতি সন্তান কমরেড বিপ্লব চাকী কুড়িগ্রাম গ্রীন লাইফ হাসপাতালে সোমবার আনুমানিক রাত ৮ টায় মৃত্যু বরন করেছেন। আজ মঙ্গলবার বিকালে তার মরদেহের কাফিন গোবিন্দগঞ্জ শহীদ মিনারে পৌঁছিলে তাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুস্তমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপি সভাপতি রবিউল কবির মনু, নাগরিক কমিটির আহবায়ক মতিন মোল্লা,জেএসডি সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আলী আজগর আরজসহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও কৃষক সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন।