
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।
মোবাইল চালাতে না পেরে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের ছেলে হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মহিন উদ্দিন (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মহিনের বাবা মজিদ নিরুদ্দেশ, মা নিলুপা বেগম মানুষের ঘরে কাজ করে ছেলে মহিনকে নিয়ে দিনযাপন করছিলেন। মহিন পাড়ার দুষ্ট ছেলেদের সাথে মিশে পড়ালেখা না করে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। এনিয়ে ঘটনার দিন সন্ধ্যায় মা নিলুপা বেগম ছেলেকে বকাঝকা করলে মহিন মোবাইলের বায়না ধরে এতে মা রাজি হননি। পরে পড়ার কথা বলে নিজের রুমে গিয়ে ফাঁস দেয়। মা নিলুপা ছেলের পড়ার সাড়াশব্দ না-পেয়ে ঘরে গিয়ে দেখেন ছেলে ফাঁস দিয়ে ঝুলছে। মায়ের চিৎকারে লোকজন মহিনকে উদ্ধার করে মনোহরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে মনোহরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।