মনোহরগঞ্জে সরকারি ন্যায্য মূল্যের চাল পাচারকালে ডিলার আটক

শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপলাসার ইউনিয়নের বড় কাচি থেকে সরকারি ন্যায্য মূল্যের ৭ বস্তা চালসহ ডিলারকে আটক করেছে জনতা।

জানা যায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপলাসার ইউনিয়নের ডিলার বড় কাচি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান সুজনের গোডাউন থেকে সরকারি ন্যায্য মূল্যের ৭ বস্তা চাল অটোরিকশায় করে পাচারকালে নোয়াখালী সিমান্ত ছোট কাচি থেকে জনতা চালসহ সুজনকে আটক করে। স্থানীয় জনতা ৯৯৯ কল দিয়ে জানালে পুলিশ গিয়ে চাল উদ্ধারসহ সুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

চাল উদ্ধারের পর শনিবার উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি ঘটনাস্থল বিপলাসার উত্তর বাজারে অবস্থিত গোডাউনে তদন্ত করতে গেলে মাস্টার রোলের সাথে ২৪ বস্তা মোট ১২শ কেজি চালের গড়মিল পাওয়া যায়। পরে খাদ্য অফিসের অফিস সহকারী মামুনুর রশীদ বাদী হয়ে এক জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

চাল উদ্ধারের পর ন্যায্য মূল্যের চাল কালোবাজারে বিক্রির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান ডিলার সুজন সরকারি চাল উপকার ভোগীদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দিত। প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। চাল পাচারের ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ।