ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলি নেতাদের নিষেধাজ্ঞা দেবে সিঙ্গাপুর

সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর নেতাদের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করবে এবং সঠিক শর্তে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে সোমবার জানিয়েছে সিঙ্গাপুর।

আজ সোমবার পার্লামেন্টে প্রদান করা এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সিঙ্গাপুর দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতি সমর্থন করে। সেই সঙ্গে যা যা এই নীতির বিরোধী— সেসবের বিপক্ষে সিঙ্গাপুর। তাই যেসব ইসরায়েলি বসতকারী পশ্চিমতীরে ইসরায়েলের সম্প্রসারণ কার্যক্রমকে সহায়তা করছেন, তাদের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

পাশাপাশি তিনি বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটিও সিঙ্গাপুর সরকারের বিবেচনায় রয়েছে এবং ‘যথাযথ সময়ে’ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

পার্লামেন্টে প্রদান করা বক্তব্যে বালাকৃষ্ণান বলেন, “ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। তবে সেজন্য কয়েকটি বিষয় রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো— একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন তার প্রতিবেশী হিসেবে ইসরায়েলের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নেবে কি না।”

“এছাড়া আরও কয়েকটি শর্ত রয়েছে এখানে। সেগুলো পূরণ হলে যথাসময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইসরায়েল।”